ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রেমিটেন্সে আড়াই শতাংশ হারে নগদ সহায়তা প্রদানের নির্দেশ

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ২২:০৪, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:৪৯, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কেন্দ্রিয় ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের ওপর আড়াই শতাংশ হারে নগদ সহায়তা প্রদানে সরকারের সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কার্যকর করতে নির্দেশ দিয়েছে।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। এর ফলে প্রবাসীরা এখন ১০০ টাকা দেশে পাঠালে এর সঙ্গে আড়াই টাকা যোগ করে ১০২ টাকা ৫০ পয়সা পাবেন। এতোদিন তারা রেমিটেন্সের উপর দুই শতাংশ হারে নগদ সহায়তা পেত।

রেমিটেন্সের উপর প্রদত্ত নগদ সহায়তার পরিমাণ দুই শতাংশ থেকে আড়াই শতাংশে বৃদ্ধি করে গতকাল অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনমানুষের সার্বিক জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈধ উপায়ে দেশে রেমিটেন্স আনার ক্ষেত্রে উৎসাহ প্রদানে রেমিটেন্স প্রেরণের বিপরীতে নগদ সহায়তার পরিমাণ বৃদ্ধি করে আড়াই শতাংশ করার সরকারের সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি