ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস রোববার

প্রকাশিত : ১৭:৩৪, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামিকাল ৩ মার্চ (রোববার)।   

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১০ম সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ মার্চ (রোববার) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর ক্লাস শুরু হবে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ সকল বিভাগের ক্লাস কার্যক্রম পরিদর্শন করবেন।

উল্লেখ্য,আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd)এর মাধ্যমে জানা যাবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি