ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রোনালদোর নৈপুণ্যে বের্নাবেউ ট্রফি রিয়ালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান রোনালদোর নৈপুণ্যে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে হারিয়ে সান্তিয়াগো বের্নাবেউ ট্রফি নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদপতুর্গিজ এ ফরোয়ার্ড নিজে দারুণ একটি গোল করেছেন এবং সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি বুধবার রাতে ম্যাচটি - গোলে জিতেছে দলটি

রিয়াল তাদের সাবেক সভাপতি সান্তিয়াগো বের্নাবেউয়ের নামানুসারে মৌসুমের শুরুর দিকে এই ম্যাচ খেলে থাকে। এর ৩৯তম আসরে এবার তাদের ২৭তম শিরোপা জিতল তারা। গতবার ফ্রান্সের রাসকে হারিয়ে শিরোপাটি জিতেছিল স্পেনের সফলতম ক্লাবটি।

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে লা লিগায় খেলতে পারছেন না রোনালদো। দলের সেরা তারকাকে ফিট রাখতে ম্যাচটিতে পুরো সময় খেলাবেন বলে আগেই জানান কোচ জিনেদিন জিদান। গোল করে ও করিয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার জানান দিলেন, স্বরূপেই আছেন তিনি।

খেলা শুরুর চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার জঁদান ভেরেতু। তিন মিনিট পরেই অবশ্য স্কোরলাইনে সমতা টানে স্বাগতিকরা। ১৯তম মিনিটে ফের এগিয়ে যেতে পারতো ফিওরেন্তিনা; কিন্তু ইতালিয়ান ডিফেন্ডার দাভিদে আস্তোরির শট ক্রসবারে লাগে।

৩৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। এ মৌসুমেই আসা ফরাসি ডিফেন্ডার তিও এরনঁদেজের পাস ধরে বাঁ-দিক থেকে কোনাকুনি শটে ডান পোস্ট ঘেঁষে বল জালে পাঠান চারবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি