রোমার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়াল
প্রকাশিত : ১৩:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
উয়েফা ইউরোপা লিগ ফুটবলের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়াল।
নিজেদের মাঠে ম্যাচের প্রথমে পিছিয়ে পরে রোমা। ১৫ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রাফায়েল সান্তোস। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রোমা। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। নির্ধারিত সময়ে আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। এর আগে, প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে ৪-০ গোলে জয় পেয়েছিলো রোমা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে গেল শিরোপা প্রত্যাশি রোমা।
আরও পড়ুন