শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে সিরিয়া ত্যাগ করতে হবে : ইরান
প্রকাশিত : ০৮:২৯, ১ অক্টোবর ২০১৮

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে যুক্তরাষ্ট্রকে সিরিয়া ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি তেহরান সফররত সিরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক ও সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেছেন।
তিনি বলেন, সাত বছরের বেশি সময় ধরে সিরিয়ার জনগণ বিশ্ব সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট প্রমাণ করেছে সিরিয়ার জনগণই সঠিক অবস্থানে রয়েছে।
এ সময় তিনি মুসলিম দেশগুলোকে বিভক্ত ও দুর্বল করে লুটতরাজ চালিয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের সাফল্যে মার্কিনীরা ক্ষুব্ধ। বাস্তবতা হচ্ছে সিরিয়ার সরকারের অনুরোধে ইরান সেদেশে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র জোর করে সিরিয়ায় ঢুকেছে। তাদেরকে সিরিয়া ত্যাগ করতে হবে।
সূত্র : পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন