ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীদের থেকে ভাড়া নেয়াই উচিত নয়: তানিয়া রব

গবি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৪০, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪২, ৬ ডিসেম্বর ২০২১

গবির সেমিনারে বক্তব্য রাখছেন তানিয়া রব

গবির সেমিনারে বক্তব্য রাখছেন তানিয়া রব

Ekushey Television Ltd.

‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাঁরাই আগামীদিনের কাণ্ডারি। দেশের স্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে গণপরিবহনের মালিকদের তাই ভাড়া নেয়া-ই উচিত নয়’। 

সোমবার (৬ ডিসেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনারে নিজের বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব।

এসময় তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন যৌক্তিক। ছাত্রদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি। দিতে পারলে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করতো।

এদিন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে অনুষ্ঠানটি একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে  সকাল সাড়ে ১১টায় শুরু হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত জাতীয় কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মোঃ রোকনুজ্জামান মনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি