ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শিশু নির্যাতন রোধে জেলখানায় কোর্টরুম সহ অনলাইনে বিচার কার্যক্রম চালুর নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:২৭, ২৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:২৭, ২৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শিশু নির্যাতন রোধে জেলখানায় কোর্টরুম সহ অনলাইনে বিচার কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টান্তমূলক শাস্তি ও সামাজিক সচেতনতা দিয়ে শিশু নির্যাতনের মতো পাশবিকতা থেকে সমাজকে রক্ষায় সমাজসেবা মন্ত্রণালয়কে আরো তৎপড় হওয়ার  নির্দেশ দেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হেল্প লাইন ও রাজবাড়ীর সেফ হোমে কথা বলে শিশু সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শিশুদের যে কোন ধরনের নির্যাতনের অভিযোগ শুনতে ও ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের উদ্যোগে চালু হলো হেল্প লাইন দশ, নয়, আট । এছাড়াও মোংলায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার দেশের সর্বাধুনিক শষ্য গুদাম বা সাইলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বিএনপি জামাতের মতো ব্যবসা করতে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি