ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শুরু হচ্ছে বাউবির বিএ বিএসএস পরীক্ষা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ব্যাচেলর অব আর্টস-বিএ ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স-বিএসএস-২০১৯-এর পরীক্ষা শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন স্থগিত ছিল এসব পরীক্ষা।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে মোট ৩২৩টি কেন্দ্রে সেমিস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট তিন লাখ ৮৭ হাজার ৫৯৫ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে দুই লাখ ২৫ হাজার ৩৯০ ছাত্র এবং এক লাখ ৬২ হাজার ২০৫ জন ছাত্রী।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম পাঠানো ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। 

আগামী ৮ জানুয়ারি এ পরীক্ষা শেষ হবে।- সংবাদ বিজ্ঞপ্তি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি