ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:০২, ৩০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের ওপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে চূড়ান্ত দরকষাকষির তৃতীয় দফার প্রথম দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

বুধবার (৩০ জুলাই) বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের বরাত দিয়ে সংবাদমাধ্যম টিবিএস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের প্রথম দিনের শুরু হয় বাংলাদেশ সময় গত রাত সাড়ে ৩টার দিকে।

বাণিজ্য সচিব বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ওপর আরোপিত ট্যারিফ কমানো হবে বলে আমরা ইউনাইটেড স্টেটাস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছি। আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। তবে কত হবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আজ ও আগামীকালও আমাদের মিটিং আছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছি।

বৈঠক সূত্রে জানা যায়, আগের দুই দফা বৈঠকে যেসব বিষয় অমীমাংসিত রয়ে গিয়েছিল, সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। কোন দেশকে যুক্তরাষ্ট্র কী সুবিধা দিয়েছে, আলোচনায় তা উত্থাপন করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত ফয়সালা শেষ দিনই হবে।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফল আশা করছে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি