ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সংসারী রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩৯, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

২০১৭ সালটা বেশ ভালো কেটেছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিছুদিন আগেই ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন, জিতেছেন ক্লাব বিশ্বকাপও। খেলার মাঠ থেকে একটু বিরতি নিয়ে এখন পরিবারের সাথে চমৎকার সময় কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা।

সম্প্রতি ইন্সটাগ্রামে রোনালদোর বান্ধবী জার্জিনা রদ্রিগেজের পোস্ট করা একটি ছবিই এর প্রমাণ। ছবিটিতে ৪ সন্তান ও বান্ধবীর সাথে বেশ আনন্দঘন অবস্থায় দেখা গেছে সিআরসেভেন’কে।

ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেছে। এখন পর্যন্ত ৭ মিলিয়নেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে। ছবিটিতে বান্ধবী রদ্রিগেজ এবং চার সন্তানের সাথে রোনালদোকে বেশ হাস্যোজ্জল দেখা যায়।

 

সূত্র : ডেইলি মেইল

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি