ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সখিপুরে আল-আরাফাহ্ ব্যাংকের ১৬৪তম শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের সখিপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমির উদ্দিন পিপিএম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মো. মঞ্জুরুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানার ওসি মো. আমির হোসেন, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, সখিপুর বাজারের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাকিল আনোয়ার এবং সখিপুর বাজার জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা সাইফুল্লাহ্ বেলালী।

 

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি