ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ সোমবার বাহিনীটি সিরিয়ায় ফোরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ করে এ হামলা চালায়।

এ হামলায় ঘটনায় সন্ত্রাসী কমান্ডারসহ বহু তাকফিরি নিহত হয়েছেন বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

হামলা প্রসঙ্গে আইআরজিসি জানায়, সন্ত্রাসীদের লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া হামলায় সাতটি ড্রোন অংশ নিয়েছে। ড্রোনগুলো থেকেও বোমা ফেলা হয়েছে। ইরান থেকে ৫৭০ কিলোমিটার দূরের এসব লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি।

এর আগে ইরানের আহওয়াজে গত ২২ সেপ্টেম্বরের হামলায় ২৫ জন ইরানি নিহত ও ৬৯ জন আহত হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-আহওয়াজিয়া ও দায়েশ।

আহওয়াজে সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া চার সন্ত্রাসীর মধ্যে তিনজন সে সময়ই নিহত হয়েছে। অপর হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে আটক রয়েছে।

এছাড়া ওই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ২২ জনকে আটক করা হয়েছে।  আহওয়াজে হামলার পেছনে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মতো কয়েকটি মার্কিন মিত্র দেশ রয়েছে বলে অভিযোগ করে ইরান।

সূত্র: পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি