ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সহজ শর্তে ঋণ চান ফুল ব্যবসায়ীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২২ জুন ২০২১

Ekushey Television Ltd.

করোনাকালে ধস নেমেছে ফুল ব্যবসায়। রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোতে কমেছে বিক্রি। পাইকারীতেও একই অবস্থা। লোকসানের মুখে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছেন। অনেকে বেছে নিয়েছেন অন্য পেশা। এ অবস্থায় সহজ শর্তে ঋণ চান ফুল ব্যবসায়ীরা।

রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন। ২০২০ সালে করোনার থাবায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন, চালিয়েছেন অটোরিক্সা।

তিনি জানান, বলতে লজ্জা লাগে, তারপরও বলতে হয়- অটো চালিয়ে জীবন বাঁচিয়েছি।

শাহবাগ বটতলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদকও তিনি। কাটেনি খারাপ সময়। বহু কষ্টে ধরে রেখেছেন দোকান। 

মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই করোনাকালে কারও কোন প্রনোদনা পাইনি। 

খুচরা ব্যবসায়ীদের অবস্থা জামালের মতোই। বাহারি ফুলের ডালি সাজিয়ে দোকান খুলে বসে আছেন ক্রেতার আশায়। বিক্রি না হওয়ায় প্রায় প্রতিদিনই পচে নষ্ট হচ্ছে ফুল।

অনেকে কর্মচারি ছাঁটাই করেছেন, কেউ আবার বেতন কমিয়ে দিয়েছেন। দিন ফেরার আশায় তাকিয়ে আছেন সামনের দিকে।

ফুল ব্যবসায়ীরা জানান, ১০০ ভাগের মধ্যে ৮০ ভাগ নাই বললেই চলে। বেচাকেনা হলেই তবে বেতন দেয়া সম্ভব, যদি বেচাকেনা না হয় তাহলে কোত্থেকে দিব। তবে আশায় আছি আমরা।

শাহবাগের পাইকারী বাজারের চিত্রও একই রকম। দেশী-বিদেশী ফুলের সমাহার থাকলেও ক্রেতা নেই। ঘড়িতে সময় বেলা ১১টা, বিক্রি হয়নি সব ফুল।

রাজধানীর আরেকটি বড় পাইকারী বাজার আগারগাঁওয়ের ফুল মার্কেট। এখানকার চিত্রও একইরকম। 

দোকানীরা বলছেন, করোনায় রাজধানীতে বিয়ে, জন্মদিনসহ সামাজিক-সাংস্কৃতিক সব অনুষ্ঠান কমেছে। তাই চাহিদাও কমেছে। 

ব্যবসায়ী নেতারা বলছেন, লোকসান কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দরকার।

ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমাদের ফুল মার্কেট দেনায় জরজড়িত। সব ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে লোন এনে বিনিয়োগ করে, সেই লোনও পরিশোধ করতে পারছে না। 

ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী বাবুল প্রসাদ বলেন, সহযোগিতা ধারাবাহিকভাবে করতে হবে। আজকে দিলেন কালকে পরিশোধ করতে বলা হলে তো পারবো না। লোনটা সহজ শর্তে দীর্ঘকালীন সময়ের জন্য দিতে হবে। 

ব্যবসায়ীদের আশা, করেনাকাল কাটবে আবার জমবে ফুলের বাজার। বাহারি ফুল মানুষের মনে ছড়াবে সৌরভ। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি