ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

সাংবাদিক আবু বকর চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৫ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সাংবাদিক আবু বকর চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের আজকের এই দিনে ৫৪ বছর বয়সে মারা যান।

আবু বকর চৌধুরী সর্বশেষ দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যয়ন পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। এর পর সাপ্তাহিক খবরের নির্বাহী সম্পাদক এবং ১৯৯৫ সালে আজকের কাগজে সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন।

২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমাদের সময় পত্রিকায় যোগ দেন আবু বকর। ওই বছরের অক্টোবরে তিনি সকালের খবরে বার্তা সম্পাদক ও ২০১১ সালের এপ্রিলে দৈনিক সমকালে বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন। পরের বছর বার্তা সম্পাদকের দায়িত্ব নিয়ে তিনি চলে যান মানবকণ্ঠে। ২০১৭ সালে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। পরে ওই বছরের সেপ্টেম্বর থেকে পত্রিকাটিতে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি