ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাক্ষরতার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রগতি

প্রকাশিত : ১৮:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গত ২৫ বছরে দেশে সাক্ষরতার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ‘গণসাক্ষরতা অভিযান ও এডুকেশন ওয়াচ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়ন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ব্র্যাকের উদ্যোগে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় জাতীয়ভাবে নির্ধারিত সাক্ষরতার সংজ্ঞাকে পুণ:নির্ধারণ করার প্রস্তাবনা দেয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি