ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সানজামুল-তাইজুলে সোয়া দিনেই হারলো বরিশাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৩০ মার্চ ২০২১

১০ উইকেট নেয়া বলটি তুলে দেখাচ্ছেন সানজামুল

১০ উইকেট নেয়া বলটি তুলে দেখাচ্ছেন সানজামুল

Ekushey Television Ltd.

দুই বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের ঘুর্ণিতে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দু’দিনেই জিতে নিলো রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে ইনিংস ও ৯ রানে হারিয়েছে দলটি। ম্যাচে সানজামুল ১০টি ও তাইজুল ৮টি উইকেট নেন।

সাভারস্থ বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল। প্রথম দিনই ৮২ রানে অলআউট হয় ফাজলে মাহমুদের দল। জবাব দিতে নেমে প্রথম দিনেই ১৫১ রানে শেষ হয় রাজশাহীর ইনিংসও। সোহাগ গাজী একাই নেন ৬টি উইকেট। এতে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পায় জহুরুল ইসলাম অমির দল।

পিছিয়ে থেকে ওই দিনেই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ২৩ রান করে বরিশাল। ইনিংস হার এড়াতে বাকী ৯ উইকেটে ৪৬ রান করতে হতো বরিশালকে। কিন্তু বাকী ৯ উইকেটে মাত্র ৩৭ রান যোগ করতে পারে সোহাগ গাজীরা। 

অর্থাৎ ৬০ রানে গুটিয়ে যায় তারা। এই ইনিংসে সানজামুল ৬টি ও তাইজুল ৪টি উইকেট নেন। তবে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করায় ম্যাচ সেরা হয়েছেন তাইজুলই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি