ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিএমইডি ও ইনোভেসের সঙ্গে গ্রামীণফোনের সমঝোতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে কাজ করতে সিএমইডি হেলথ লি. ও ইনোভেস টেকনোলোজিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যোগাযোগ ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সম্প্রতি জিপিহাউজ এ এমওইউ দু’টি সম্পন্ন হয়।

গ্রামীণফোনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন। সিএমইডি হেলথ ও ইনোভেসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে সিএমইডি হেলথের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পিএইচডি এবং ইনোভেসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেনও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি