ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সিএম লাইসেন্স না থাকায় ২টি প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার সবুজবাগ এবং খিলগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার সবুজবাগ থানাস্থ এলাকায় অবস্থিত ঢাকা মসলা ঘর, ৮৯ বাসাবো, ঢাকা -কে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা এবং খিলগাঁও থানাস্থ এলাকার নওয়াব শাহ বেকারী, শেখেরবাজার, খিলগাঁও, ঢাকা -কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা করে মোট ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মাকসুদা রুনা অংশগ্রহণ করেন।   

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি