ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিরিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪৫

প্রকাশিত : ১৮:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সিরিয়ার আল-বাব শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, জুমার নামাজের পর সরকারি বাহিনীর একটি তল্লাশী চৌকি লক্ষ্য করে ওই গাড়ীবোমা হামলা চালানো হয়। এ’সময় সেখানে অনেক বেসামরিক মানুষ অবস্থান করছিলো। জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি