ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সুনামগঞ্জে বালুচাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

সুনামগঞ্জে নদীর তীর থেকে বালু তোলার সময় বালুর স্তুপের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দলুয়া গুচ্ছগ্রামের আলেকা বেগম (৪০) ও ফেনিবিল গ্রামের রহিমা বেগম (৩১)

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ জানান, মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলুয়া গ্রামে চলতি নদীর তীরে গর্ত খুঁড়ে বালু তুলছিলেন শ্রমিকরা। পরে সাড়ে ১০টার দিকে গর্তের পাড় ধসে ভেতরে পড়লে কয়েকজন চাপা পড়লে আলেকা ও রহিমার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

একে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি