সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী
প্রকাশিত : ১৮:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদির সাথে ২-২ গোলে ড্র করে সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।
এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩ মিনিটে ওলাদিপোর গোলে এগিয়ে যায় মানাং মার্সিয়াংদির। এরপর ২২ মিনিটে ওলাদিপোর আরো এক গোলে ব্যবধান বাড়ে। ২ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় চট্টগ্রাম আবাহনী। ৩২ মিনিটে নাসিরের গোলে ব্যবধান কমে। ম্যাচের ৬৩ মিনিটে ওয়ালসন পেনাল্টি থেকে গোল করলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। আর এরইসাথে সেমিফাইনাল নিশ্চিত করে চট্টগ্রামের ক্লাবটি।
আরও পড়ুন