ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে আত্মঘাতী বোমার বিস্ফোরণে আহত ২ পুলিশ সদস্য

প্রকাশিত : ১২:২৫, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১২:২৫, ৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে আত্মঘাতী বোমার বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত হয়েছে হামলাকারী । স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দূতাবাস ভবনের পাশের মসজিদের দিকে যাওয়া একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে নিরাপদে রয়েছে মার্কিন কর্মকর্তারা। তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরব বা মার্কিন কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০০৪ সালে জেদ্দার মার্কিন দূতাবাস লক্ষ্য করে চালানো এক সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি