ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্যের প্রবেশে হঠাৎ করেই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি। এর ফলে তৈরি পোশাকসহ একাধিক প্রধান রপ্তানিপণ্যের ভারতে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্র জানায়, চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় দিল্লি এই পদক্ষেপ নিয়েছে। খবর এএনআই নিউজ।

সম্প্রতি চীনে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে ড. ইউনুস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে “ল্যান্ডলকড” বা সমুদ্রবন্দরবিহীন এলাকা হিসেবে বর্ণনা করেন। ভারতের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ মন্তব্যকে "অসম্মানজনক ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে মনে করছে। তাদের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে ভারতের আঞ্চলিক সংযোগ উন্নয়ন ও অবকাঠামোগত সাফল্যকে হেয় করা হয়েছে।

ভারতের নতুন নিষেধাজ্ঞার আওতায় আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অথচ এই বন্দরগুলো দিয়েই বাংলাদেশ তার প্রায় ৯৩ শতাংশ রপ্তানি ভারতে পাঠাত।

বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক টানাপড়েনের এই নতুন মাত্রা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার এই পরিস্থিতি সামাল দিতে কী কূটনৈতিক কৌশল গ্রহণ করে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি