ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

হাজী দানেশে স্থগিতকৃত নিয়োগ পরীক্ষা ৫ মার্চ

প্রকাশিত : ১৮:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মকর্তা ও প্রভাষক পদে স্থগিত নিয়োগের  পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক পদের লিখিত পরীক্ষা ৫ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৮ মার্চ ২০১৯ পর্যন্ত। এবং স্ব স্ব বিভাগের মৌখিক পরীক্ষা ঐ দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের নিজ কক্ষে অনুষ্ঠিত হবে।       

বুধবার (২০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সেকশন অফিসারসহ  বিভিন্ন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা আগামি ২২ মার্চ থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষা ২৯ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র সাথে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এছাড়া নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https//:www.hstu.ac.bd) পাওয়া যাবে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি