ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান জুয়েল 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ২৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার।

রেজিস্টার অধ্যাপক ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান এর অনুমোদনক্রমে রেজিস্টার স্বাক্ষরিত ঐ অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিভাগীয় চেয়ারম্যান পদে অধিষ্ঠিত অর্থনীতি বিভাগের প্রফেসর ফাহিমা খানম এর স্থলে বিশ্ববিদ্যালয় আইনের ২৫ ধারার বিধৃত বিধিমূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদের জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুযোগ আহমেদ সরকার কে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা  হলো।

বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তিনি বলেন, “উপাচার্য মহোদয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের জন্য। এই বিভাগের দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি। আমি বিভাগের সহকর্মীদেরকে নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার পাশাপাশি উত্তরাঞ্চল তথা বাংলাদেশের সামগ্রীক উন্নয়নে কাজ করার জন্য চেষ্টা করবো।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি