ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

হামলাকারীদের বুদ্ধের পথ অনুসরণে দালাই লামার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চলমান নৃশংসতার ঘটনায় প্রচণ্ড দুঃখ প্রকাশ করেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। ভারতের হিমাচল প্রদেশে সাংবাদিকদের কাছে গতকাল শনিবার দালাই লামা এই দুঃখ প্রকাশ করেন।

বার্তা সংস্থা এএনআই এর এক খবরে এ তথ্য জানানো হয়।

সংবাদে বলা হয়, দালাই লামা মিয়ানমারের রোহিঙ্গাদের উপর হামলাকারীদের গৌতম বুদ্ধের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। যাঁর  মূল বাণী অহিংসা ও শান্তি, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। ব্যক্তি কোনো বিষয় নয়, সামষ্টিক শান্তিই প্রকৃত শান্তি।

বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা ১৪তম দালাই লামা বলেন, তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চিকে বলতে চান, যারা রোহিঙ্গাদের নিপীড়ন করছে, তাদের উচিত এই ধরনের সহিংস কর্মকাণ্ড করার আগে মহামতি বুদ্ধকে মনে করা।

মিয়ানমারের রাখাইন রাজ্য সংখ্যালঘু রোহিঙ্গা-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দেশটিতে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। তবে রোহিঙ্গা মুসলমানরা  প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করছে। কিন্তু তারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার। বিপন্ন এই জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সরকারি বাহিনী ও কট্টরপন্থী বেসামরিক বৌদ্ধরা সহিংস দমন-পীড়ন চালাচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি