১৫ ধাপ উন্নতি মুমিনুলের
প্রকাশিত : ২৩:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রথম বাংলাদেশি হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করা মুমিনুল তার অসাধারণ পারফরম্যান্সের কারণে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। ১৭৬ আর ১০৫ রানের সুবাদে মুমিনুল এখন র্যাংকিংয়ের ২৭ নম্বরে। বাংলাদেশি বাকি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল তার আগের জায়গায় ২১ নম্বরেই রয়েছেন। মুশফিকুর রহিমও আছেন আগের মতো ২৫ নম্বরে।
তবে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন এবং এটাই তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ভালো র্যাংকিং। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৮৩ আর ২৮ রানে অপরাজিত ছিলেন রিয়াদ। এর বাইরে ম্যাচ বাঁচানো ৯৪ রানের ইনিংসের জন্য লিটন দাসেরও র্যাংকিং বেড়েছে। নয় ধাপ এগিয়ে তিনি এখন ৮১ নম্বর অবস্থানে রয়েছেন। ইমরুল কায়েস এক ধাপ নেমে ৭০ নম্বরে অবস্থান করছেন।
চট্টগ্রাম টেস্টে দুই দল থেকে মোট পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি এসেছে। মোট এক হাজার ৫৩৩ রান এসেছে চার ইনিংস থেকে এবং উইকেট পড়েছে মোট ২৪টি। যার প্রভাব বোলারদের র্যাংকিংয়েও প্রভাব ফেলেছে। দুই ধাপ পিছিয়ে মুস্তাফিজের র্যাংকিং দাঁড়িয়েছে ৫৯ নম্বরে।
তবে তাইজুল আর মেহেদী হাসান মিরাজ এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ৩৬ আর ৩৮ নম্বরে রয়েছেন।
লংকান স্পিনার হেরাথ এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন। তবে লংকান ব্যাটসম্যানদের র্যাংকিং বেশ ভালোই এগিয়েছে। কুশল মেন্ডিস ১৯৪ রান করার সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। ধনাঞ্জয়া ডি সিলভা আট ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এবং রোশন সিলভা এক লাফে ১০৬ থেকে ৭৮ নম্বরে এসেছেন। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এখনও শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
বোলিংয়ে সেরা জায়গাটি ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আর চট্টগ্রাম টেস্ট না খেলেও অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
এসএইচ/