ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

১৬ কোটি কি.মি. পথ অতিক্রম করলো উবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দুই বছরে বাংলাদেশের প্রায় ১৬ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে উবার। এই দূরত্বে কোনও ব্যক্তি ২০৬ বার চাঁদে ঘুরে আসতে পারবেন। এছাড়া এক লাখের বেশি চালক উবার অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। আর প্রতি সপ্তাহে প্রায় ২৫ হাজার নতুন চালক উবার সাইন আপ করছেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে উবারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি।

আগামী ২০১৯ সালে বাংলাদেশে উবার কার্যক্রম দক্ষিণ এশিয়ায় মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ, উবার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশে উবারের লিড অফিসার কাজী জুলকার নাইন, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান আয়েশা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি