ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২১৯ রানের টার্গেটে ব্যাটে করছে হায়দ্রবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১৭ মে ২০১৮ | আপডেট: ১৫:০৩, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

প্রোটিয়া ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও কিউই ব্যাটসম্যান কলিন ডি গ্রানডোমের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

এবিডি ভিলিয়ার্সের ৩৯ বলে ৬৯, মঈন আলীর ৩৪ বলে ৬৫ ও কলিন ডি গ্রানডোমের ১৭ বলে ৪০ রানের উপর ভর করে ২১৮ রানের পাহাড়সম রান তোলে কোহলি এন্ড কোং।

আফগানিস্তানের ব্যাটসম্যান রশিদ খান ছাড়া বাকিদের ধরে তুলোধুনো করেছে এই ত্রয়ী ব্যাটসম্যান। রশিদ খান ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া সাকিব আল হাসান ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এদিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছে হায়দ্রবাদও। রীতিমত ভালোই জবাব দিচ্ছে শিখর দাওয়ান এন্ড কোং। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভার ১ বলে এক উইকেট হারিয়ে ৫৭ রান।

সূত্র: ইএসপিএন
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি