ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২১ তারিখে ঢাকায় আসছেন কারস্টেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ দলের কোচ কে হচ্ছেন, সেটি এখনও চূড়ান্ত না হলেও তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছে বিসিবি। তবে প্রধান কোচ না হলেও দলের পরামর্শক অনেকটাই চূড়ান্ত। আগামী সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা। তিনি ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।

গতকাল সোমবার রাতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের আইসিসি ট্রফিজয়ী কোচ গর্ডন গ্রিনিজের সম্মাননা অনুষ্ঠান শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

কারস্টেন এই মুহূর্তে যুক্ত আছেন আইপিএলের পয়েন্ট তালিকায় প্রায় তলানিতে থাকা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। কারণ ১২ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরুর শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ। যাইহোক, আগামী ২০-২১ তারিখে কারস্টেনের বাংলাদেশে আসার কথা।   

আপাতত সাবেক এ প্রোটিয়া কোচের কাজ হবে বিসিবিকে প্রধান কোচের নিয়োগে সহায়তা করা। তিনি বিসিবিকে কীভাবে সহায়তা করবেন, গতকাল সেটির একটি ধারণা দিলেন নাজমুল।

নাজমুল জানান, মোটামুটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলা হয়েছে প্রধান কোচের। তবে তেমন নাম করা কেউ নন। কারণ নামকরা যারা আছেন, তারা হয় কোনও না কোনও দলের সঙ্গে জড়িত বা আইপিএল-বিগ ব্যাশের সঙ্গে জড়িত। তাই অভিজ্ঞ, আমাদের জন্য ভালো হবে—এমন তিন-চারজনের একটা তালিকা করা হয়েছে। এখন পরামর্শকের (কারস্টেন) মতামতও জানা দরকার। আইপিএলের পয়েন্ট তালিকায় বড় ওলট-পালট না হলে কারস্টেন ২০-২১ তারিখে চলে আসবে। আমাদের পাশাপাশি তিনিও একটা তালিকা তৈরি করেছে। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে।

তবে বিসিবি সভাপতি জানালেন, জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তান সিরিজের আগে প্রধান কোচ পাচ্ছে না বাংলাদেশ। বিসিবি চেষ্টা করছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন প্রধান কোচকে নিয়ে যেতে পারে বাংলাদেশ।

একে/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি