ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ৩০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১৭১০টি পদে নিয়োগ সম্বলিত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদের স্বাক্ষর করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এদিন সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, পিএসসি’র সভায় ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেয়া হয়েছে। এর পরই আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করেছি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি