ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

৫৬ কৃষক পেল সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স অ্যাওয়ার্ড  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

‌‘কৃষক বাঁচাও, মাটি বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ৫৬ জন কৃষককে সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে। 

সম্প্রতি লুমিনাস গ্রুপের সৌজন্যে টিসিবি অডিটরিয়ামে কৃষকদের নিয়ে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লুমিনাস মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্সের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সহ-পরিচালক (অর্থ) মিসেস শাহানাজ পারভীন, একই প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ) জাফরুল্লাহ পাটোয়ারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মাহমুদুল হাসান। 

এ ছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কোম্পানির সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রশিক্ষক নাজমুল আহমেদ। প্রধান প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বিপণন বিভাগের পরিচালক ম্যাক মাশুক। 

অনুষ্ঠানে মিরাক্কেল গ্রোথ ও অ্যাগ্রো পণ্য ব্যবহার করে সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়। 

পরিশেষে কোম্পানির মূল আকর্ষণ লুমিনাস গ্রুপের চেয়ারম্যান রেজওয়ানা শারমিন প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথিরা লুমিনাস গ্রুপের সময় উপযোগী কৃষিবান্ধব পণ্য নিয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, মিরাক্কেল গ্রোথ কৃষি পণ্য সরবরাহের মাধ্যমে দেশবাসী কৃষকদের নিয়ে সম্মেলন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি