ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

জিম্মি নারী ও শিশুদের মুক্তি দিতে পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যারা এই সম্মতির পেছনে কাজ করছেন তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবর রয়টার্স

তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের কোনো চুক্তি হয়নি। 

শনিবার ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। 

এই চুক্তির খবর এমন এক সময় আসল যখন ইসরায়েল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি