ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধ  বন্ধ রাখতে রাজি ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টা করে যুদ্ধ  বন্ধ রাখতে রাজি হয়েছে ইসরায়েল। বেসামরিক নাগরিকদের  সরে যাওয়ার সুযোগ দিতে তেল আবিব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। 

প্রতিদিন তিন ঘন্টা আগেই বাসিন্দাদের এই বিরতির সময় জানানো হবে। এদিকে পশ্চিম তীরে গেল ২৪ ঘণ্টায় ইসরাইয়েলি বাহিনীর অভিযানে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাজুড়ে রাতভর বিমান হামলা চালিয়েছে ইরায়েলের সেনারা। এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৮শরও বেশি। আল-শিফা হাসপাতালে হামলার ঘটনায় সেখানে আশ্রয় নেয়া হাজারো ফিলিস্তিনির জীবন ঝুঁকিতে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া আরও দুটি হাসপাতালের কাছে দুই পক্ষের মুখোমুখি লড়াইয়ের খবর পাওয়া গেছে। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি