ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

৭৪-এর দুর্ভিক্ষই ক্ষুদ্র ঋণের প্রেরণা, নোবেল পাব ভাবিনি: ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৪ মে ২০২৫ | আপডেট: ১৮:৪৪, ১৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষুদ্র ঋণব্যবস্থার প্রবর্তন এবং এর জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রসঙ্গ তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় মানুষের জন্য কিছু একটা করার তাগিদ থেকে এই ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এর জন্য নোবেল পুরস্কার পাবেন সেটা তাঁর মনে কখনো আসেনি।

বুধবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নিজের দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে অতীতের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। এরপর ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সারাদেশে তখন হাহাকার চলছে। সেই দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা আসে। এই চিন্তা থেকে ক্ষুদ্র ঋণ চালু করি। নোবেল পুরুস্কার পাবো তা কখনও মনে আসেনি।

পৃথিবীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে এমন মন্তব্য করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে।

বর্তমান সভ্যতার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি নয়। যেকোনো অর্থনীতিবিদ্যা মানুষকে দিয়ে শুরু করতে হবে। আমরা এক ব্যবসাকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি। এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা। এটা টিকবে না। আমাদের নতুন সভ্যতা গড়ে তুলতে হবে।

ড. ইউনূস বলেন, পৃথিবীকে সাজানো প্রতিটি গবেষণার মূল লক্ষ্য হতে হবে। অন্যথায় তা গন্তব্যহীন গবেষণা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য নোবেল জয়ী অধ্যাপককে এই ডিগ্রি দিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মুহাম্মদ ইউনূসের হাতে ডি লিট ডিগ্রি তুলে দেন উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৪ মে) প্রথমবার চট্টগ্রাম সফরে যান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি