ফেনীতে দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত
প্রকাশিত : ১২:১৮, ১০ জুন ২০২০

ফেনীর সোনাগাজীতে দুই ডাকাতদলের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার ওসি শাজেদুল পলাশ জানান, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনা স্থল থেকে দেশিয় তৈরী ১টি এলজি ও ৪ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এআই//
আরও পড়ুন