ফোন পেয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সাংসদ
প্রকাশিত : ১৮:৪৯, ২০ জুন ২০২০

ফোন কল পেয়েই অভুক্ত ৩০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। শনিবার দুপুরের পর সাংসদ শিমুলের নির্দেশ পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাটোর সদর এলকাসহ নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের ৩০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও এমপি শিমুলের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম জানান,শনিবার সকালে জনৈক শিপন ঢাকায় অবস্থানরত শফিকুল ইসলাম শিমুল সাংসদের নম্বরে ফোন করে জানান তারা ৩০ পরিবার খুব কষ্টে এবং অভুক্ত রয়েছেন।
ওই ফোন কল পাওয়ার পর পরই এমপি মহোদয় নির্দেশ দেন পরিবারগুলোর কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য। এমপি শিমুলের নির্দেশ পেয়ে ওই ৩০ পরিবারের প্রতিজনের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি মসুর ডাল ও ১ কেজি সোয়াবিন তেল বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
কেআই/
আরও পড়ুন