ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নাসিরনগরে বিনামূল্যে মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ২১ জুন ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে  ৮'শ মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা ৮ শতাধিক ক্রেতার মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল। 

এসময় ইউপি সদস্য নার্গিস আক্তার, বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসেম ওয়ারুক, সদস্য মঈন উদ্দিন, আলী আজম, ফয়েজ আহমেদ, জয়নাল মিয়া, ব্যবসায়ী শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, হুমায়ুন রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি ও গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জীবন-জীবিকার জন্য অর্থনীতি সচল রাখতে ব্যবসা-বাণিজ্য সবকিছু খুলে দিয়েছেন। যার কারণে বাজারে জনসমাগম অনেক বেশি। তাই বাজারের আসা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বাজারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। তিনি মানুষ যাতে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরেন সেজন্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি