ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৬, ২১ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের পুকুর থেকে জুলফিকার হাসান জয় (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্কুলছাত্র জুলফিকার হাসান জয় (১২) কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর ছেলে ও আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

পরিবারের লোকজন জানায়, শনিবার দুপুরে নিজ বাড়ী হতে নিখোঁজ হয় স্কুলছাত্র জয়। পরিবার লোকজন ও স্বজনরা তাকে খুজে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সন্ধান চায়।  

"রবিবার স্থানীয়রা বাড়ীর পাশে পুকুরে ওই ছাত্রকে ভাসতে দেখে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবীর জানান,ছেলেটি আমাদের স্কুলের মেধাবী ছাত্র ছিল। হাসপাতালে ছেলেটির সুরতহাল প্রস্তুতের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তার শারীরিক লক্ষণ দেখে আমার মনে হয়েছে তাকে হত্যা করা হয়েছে। আমি আশা করি প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাসিবুল আলম প্রধান জানান, স্কুলছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্রের নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি শনিবার সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করা হয়েছে। ঘটনাটি হত্যা না জলডুবি ময়না তদন্তের রিপোর্টের পরে বলা যাবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি