ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে নির্মাণাধীন ব্রিজের স্প্যান পড়ে শ্রমিকের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫২, ২৬ জুন ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-ঢাকা সড়কে নির্মাণাধীন ব্রিজের স্প্যানের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।  নিহতের নাম মো. আলিফ হোসেন (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন ইমন নামের আরও যুবক।

শনিবার বিকেল ৫টার দিকে চৌমুহনী পৌরসভার কালার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ নারাণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হরিহরদি এলাকার আল আমিনের ছেলে। আহত ইমন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নোয়াখালী-ঢাকা সড়কের উপর দিয়ে যাওয়া বিজ্র্রের নির্মাণ কাজ করছিলেন আলিফসহ অন্য শ্রমিকরা। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলেও তারা বিজ্রের কাজ করছিল। বিকেল ৫টার দিকে তাদের পাশে থাকা ব্রিজের একটি স্প্যান আলিফসহ দুই শ্রমিকের গায়ে হেলে পড়ে। এসময় তারা স্প্যানের নিচে চাপা পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমনকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যায় আলিফ।

চৌমুহনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি