ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

নামতে শুরু করেছে খাগড়াছড়ির ৫টি গ্রামের পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২১ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৭, ২১ জুন ২০১৭

পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার ৫টি গ্রামের পানি নেমে যেতে শুরু করেছে। এদিকে, কমে এসেছে হবিগঞ্জে খোয়াই নদীর পানিও।
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর আশপাশের নিচু এলাকা তলিয়ে গেলেও গতরাতে বৃষ্টি না হওয়ায় মেরুং বাজার ও প্লাবিত গ্রামগুলো থেকে পানি সরে যেতে শুরু করেছে। খাগড়াছড়ি সদরের সোমবার রাতেই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। এদিকে, হবিগঞ্জে খোয়াই নদীর পানি কিছুটা কমে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’দিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মঙ্গলবার খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর ছিল।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি