ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শার্শায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৪, ১১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল ১০টার সময় উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন। অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও ছাগল খামারীরা উপস্থিত ছিলেন। 

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলায় ৫০টি খামারী অংশ নেন। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় ২জন খামারীকে ২৪ ইঞ্চি এলিডি টিভিসহ সকল খামারীদের মাঝে ওষুধ ও অনন্যা উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রাণী সম্পদ চত্তরে র‌্যালী, খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি