ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সিংড়ায় ৩৭ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ৩

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়া থেকে ৩৬ কেজি ৯'শ গ্রাম গাঁজা ও ১টি কাভার্ড ভ্যান চালক নাঈম সরকার (২৩) লাভলু সরকার (২১), মজনু মিয়া (২৭) নামে ৩ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোররাতে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে সিংড়া ডাক বাংলা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। 

কাভার্ড ভ্যানচালক নাঈম সরকার গাজিপুর জেলার পশ্চিম বিলাসপুর গ্রামের দুলাল সদারের ছেলে, লাভলু সরকার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা (বালারহাট) গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং মজনু মিয়া। একই জেলার উলিপুর থানার বামনাছড়া নয়াগ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে সিংড়া ডাক বাংলা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নাটোরগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের কন্টেনারের ভেতর থেকে ৩৬ কেজি ৯'শ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

এসময় কাভার্ড ভ্যানের চালক নাঈম সরকার এবং লাভলু সরকার ও মজনু মিয়া নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জব্দকৃত গাঁজা কুড়িগ্রামের সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি