ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন

প্রকাশিত : ১৯:৪৬, ২৬ জানুয়ারি ২০১৯

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের সংগঠন নাটোর জেলা সাংবাদিক সমিতির ২০১৯-২০ সালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদুল হক। সেক্রেটারি হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার ইমদাদ হক।
শনিবার রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামরুল সবুজ (সময় টিভি), জয়েন্ট সেক্রেটারি-মাহী মাহফুজ (নিউজ টুয়েন্টিফোর), কোষাধ্যক্ষ- নাজমুস সাকিব (চ্যানেল টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক- আলতাব হোসেন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক- রবিউল আওলাদ (সময় টিভি), সদস্য- আতিকা রহমান (আরটিভি), সুশান্ত উৎসব (আমাদের সময়)।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা; পাবনা জেলা সাংবাদিক সমিতি, ঢাকা; নওগাঁ জেলা সাংবাদিক সমিতি, ঢাকা; নাটোর জেলা প্রেসক্লাব; নাটোর প্রেসক্লাব; নাটোর সমিতি, ঢাকাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন।

নির্বাচন পরিচালনা করেন যুগান্তরের সিনিয়র সাব এডিটর আতিকুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন- বিদায়ী কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সেক্রেটারি এনায়েত করিমসহ অন্যরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি