ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নাটোর জেলাকে লকডাউন ঘোষণা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৩০ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:০৬, ৩০ এপ্রিল ২০২০

লকডাউন ঘোষণার পরের দৃশ্য

লকডাউন ঘোষণার পরের দৃশ্য

করোনা সংক্রমণ রোধকল্পে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে জরুরী পরিষেবা এর আওতার বাইরে থাকবে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এই নির্দেশের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধকল্পে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত্র জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। 

এছাড়া জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে নাটোরে প্রবেশ বা অন্য জেলায় যাওয়া যাবেনা। তবে জরুরী পরিষেবা এর আওতার বাহিরে থাকবে। জনস্বার্থে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণে ইতিপূর্বে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে।

এদিকে, দেশে করোনা সংক্রমণের ৫১তম দিন পর্যন্ত নাটোর করোনা মুক্ত থাকলেও গত মঙ্গলবার একদিনে ৮ জন এবং বুধবার আরো একজনসহ ৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি