ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ২৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গল উপজেলার অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ১৯ লাখ ১৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। সোমবার শ্রীমঙ্গল সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ব্যাংক এশিয়ার মাধ্যমে ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারের এ সহায়তার বিষয়টি নৃ-গোষ্ঠীর অনেকেই জানতেন না। তিনি শ্রীমঙ্গল উপজেলা নৃ-গোষ্টির সমন্বয়কারী তাজুল ইসলাম জাবেদের মাধ্যমে প্রত্যেক খাসিয়া পুঞ্জি, গারো পল্লী, মনিপুরি গ্রাম এবং চা বাগান বসবাসরত প্রতিপুঞ্জিতে শিক্ষা বৃত্তির ফরম পৌঁছে দেন। ফিলাপ করা ফরম ফিরে আসার পর যাচাই বাছাই করে ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে ১৯ লাখ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্টীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রত্যন্ত এলাকায় গিয়ে সরকারের এই সুবিধার বিষয়টি তুলে ধরেন এবং ফরম বিতরণ করেন। 

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১২৬ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে ১১ লাখ ১৪ হাজার টাকা, মাধ্যমিক শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার ৬'শ করে ৭১ জন শিক্ষার্থীকে– ৬ লাখ ৮১ হাজার ৬শ টাকা, উচ্চ মাধ্যমিকের ৮ জন শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার ৮শ করে ৮৬ হাজার ৪'শ টাকা ও উচ্চতর একজন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা প্রদান করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি