নকলা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর আর নেই
প্রকাশিত : ২২:১০, ২৩ আগস্ট ২০২১

শেরপুর নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার(২৩ আগষ্ট) বিকাল ৫টায় শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অধ্যাপক মোস্তাফিজুর রহমান নকলা পৌরসভার কায়দা মহল্লার মৃত আব্দুল হামিদ এর ছেলে। তিনি ১৬ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে শেরপুরের নিজ বাসায় আইসোলেশনে থাকার পর ১৮ আগষ্ট শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
২৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে তাকে দাফন করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
মোস্তাফিজুর রহমান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে নকলায় ১১ সদস্য বিশিষ্ট ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ১৯৭২ সালে নকলা থানা ছাত্রলীগের সভাপতি, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের নির্বাচিত ভিপি, ২০১৪ সালে নকলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ২০১৫ সালের ৪ এপ্রিল নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে মৃত্যুর পুর্ব মূহুর্ত পর্যন্ত এই পদেই ছিলেন। ১৯৮৪ সাল থেকে নকলা তৎকালীন (বর্তমানে জাতীয়করণ হয়েছে) হাজী জাল মামুদ কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি ঢাকায় অধ্যয়নকালে শেখ কামালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের এমপি, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবকে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-১(সদর) আসনের এমপি ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অন্যান্যরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
কেআই//
আরও পড়ুন