ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বেনাপোলে নকল ওষুধ, শাড়িসহ কাভার্ডভ্যান আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০০:৩৭, ২৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বেনাপোল স্থলবন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশি ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা। বুধবার(২৫ আগস্ট) দুপুরে উপ-কমিশনার এসএম শামীমুর রহমানের নেতৃত্বে এই চালানটি আটক করা হয়।

কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ, শাড়ি ও থ্রিপিস সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-কমিশনার এসএম শামিমুর রহমানের নেতৃত্বে আইআরএম একটি টিম সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে শাড়ি, থ্রিপিস ও বিপুল পরিমাণ নকল ভারতীয় ওষুধ পাওয়া যায়। আটকের সময় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এদের আটক করার চেস্টা চলছে। 

বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্দরের মধ্যে কাভার্ডভ্যানটির গতিবিধি সন্দেহ হলে আটক করা হয়। এই পণ্যের কোন সরকারি ট্রাক্স পরিশোধ বা বিল অব এন্ট্রির কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো নকল ও বাংলাদেশে পাওয়া যায়। ভারত থেকে এ জাতীয় ওষুধ আমদানি করা হয় না। সরকারি শুল্ক ফাঁকি ও চোরাচালানী প্রতিহত করতে বেনাপোল আইআরএম টিম সব সময় সজাগ রয়েছে বলে তিনি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি