ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

গাংনীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে ইব্রাহীম হোসেন (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বামুন্দি বাজারে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। কিশোর ইব্রাহীম হোসেন উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়ার আরিফুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, ইব্রাহীম বামুন্দী বাজারের সেলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সেখানে কাজ করার সময় পাশের দোকান সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কয়েক মিনিটের একটি কাজের জন্য তাকে ডাকা হয়। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে পা পড়লে বিদ্যুৎপৃষ্টে আহত হয় সে। এসময় ওয়ার্কশপের অপরাপর কর্মচারীরা ইব্রাহীমকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, শিশু ইব্রাহীমকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। ইব্রাহীমের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি