ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে অনুমোদনহীন ১৪ ক্লিনিক সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ৩১ মে ২০২২

Ekushey Television Ltd.

সাড়া দেশে ন্যায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা করা হয়েছে। জেলা সিভিল সার্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে তদন্ত টিমকে বৈধ কাগজ দেখাতে না পারায় সীলগালা করা হয়। এসময় অবৈধ ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরা সটকে পরে।

মঙ্গলবার অভিযানকালে সিরাজগঞ্জ জেলা সদর ৩টি, রায়গঞ্জ উপজেলার ৫টি, তাড়াশ উপজেলায় ৪টি এবং কাজিপুর উপজেলায় ২টি অনুমোদনহীন ক্লিনিক বন্ধ করা
হয়। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় জানান, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান চলছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি